রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৫৫:০৯

মোদির নির্দেশনা মানতে নারাজ মমতা, বললেন রোহিঙ্গাদের তাড়িয়ে দেবার প্রশ্নই উঠে না

মোদির নির্দেশনা মানতে নারাজ মমতা, বললেন রোহিঙ্গাদের তাড়িয়ে দেবার প্রশ্নই উঠে না

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে উৎখাত হওয়া যে সব রোহিঙ্গা মুসলিম ভারতে ঢুকেছেন, তাদের ‘পুশব্যাক’ করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। প্রতিটি রাজ্যকে এই নীতি মেনে চলতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্ররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনা মানতে আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মমতার সরকার মনে করেন, উদ্বাস্তু রোহিঙ্গারা এই রাজ্যে থাকতে চাইলে মানবিকতার খাতিরেই তাদের থাকতে দেওয়া হবে। কোনও অবস্থাতেই জোর করে ফেরত পাঠানো হবে না।

মিয়ানমারে সন্ত্রাসের শিকার হয়ে গত কয়েক বছর ধরে কয়েক লাখ রোহিঙ্গা সে দেশ ছেড়ে নৌকা করে বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। গত ২৫ আগস্ট থেকে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। ভারতে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। এদের মধ্যে প্রায় ১০ হাজার রয়েছেন জম্মু লাগোয়া এলাকায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মিয়ানমারে গিয়ে এদের সকলকে ‘পুশব্যাক’ করার নীতি ঘোষণা করে এসেছেন।

পশ্চিমবঙ্গে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা তেমন নয়। বনগাঁ-বসিরহাট সীমান্ত এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা ওই রাজ্যে ঢুকেছেন। ধরা পড়ার পরে তাদের অনেকেই এখন জেলে। আসাম-দাঙ্গার পর উত্তরবঙ্গেও বেশ কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদের কাউকেই ‘পুশব্যাক’ করা হবে না বলে সরকারি স্তরে সিদ্ধান্ত হয়েছে।

ভারতে এক লাখ ২০ হাজার তিব্বতি, ৬০ হাজার পাখতুন, ১০ হাজার সিংহলি শরণার্থী রয়েছেন। কেন্দ্র কখনও এঁদের নিয়ে বিশেষ অবস্থান নেয়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে