বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৪:০৯

রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অং সান সুচি

রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অং সান সুচি

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের পরিচালনার পর রাজ্যটির বর্তমান পরিস্থিতির ব্যাপারে জনগণকে অবহিত করবেন অং সান সুচি। এ ইস্যুতে আগামী ১৯ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শান্তিতে নোবেলজীয় মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী।

এতে তিনি জনগণের প্রতি ‘জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান’ জানাবেন। তার ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হবে। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হাতা।

১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২৫ আগস্টের সহিংসতার পর এখন পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের মানবিক সুবিধা দিচ্ছে সরকার ও স্থানীয়রা। এগিয়ে এসেছে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনও। রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নিধনযজ্ঞ শুরু হওয়ার পর এ বিষয়ে এটাই হবে সু চি’র প্রথম ভাষণ।

এদিকে রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হং লিয়াং। মঙ্গলবার মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আই-এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজ দেশের এমন অবস্থানের কথা জানান।

মিয়ানমারের রাজধানী নেপিডো’তে অনুষ্ঠিত এই বৈঠকে রাখাইনের উত্তরাঞ্চলের সাম্প্রতিক সহিংসতায় বাস্তুচ্যুতদের জন্য সহায়তার প্রস্তাব দেন চীনা রাষ্ট্রদূত হং লিয়াং। এ সময় তিনি জনগণকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতির জন্য বার্মিজ সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, রাখাইনের সন্ত্রাসী হামলার বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানকে আমরা দৃঢ়ভাবে স্বাগত জানাই। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে