শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫৪:৩৬

রাখাইন রাজ্যে জাতিসংঘকে ঢুকতে দেবে না মিয়ানমার সরকার!

রাখাইন রাজ্যে জাতিসংঘকে ঢুকতে দেবে না মিয়ানমার সরকার!

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন রাজ্যে জাতিসংঘের একটি নির্ধারিত সফর হঠাৎ করেই বালিত করে দিয়েছে মিয়ানমার সরকার। তবে কেন সফর বাতিল করলো সে ব্যাপারে কোনো কারণ জানানো হয়নি।

ইয়াঙ্গুনে অবস্থানরত জাতিসংঘ মুখপাত্র স্তানিস্লাভ সেলিঙ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা মুসলমানরা কেন রাখাইন থেকে পালাতে বাধ্য হয়েছে তার তদন্ত করতেই রাখাইনে সফর করার পরিকল্পনা করেছিলেন জাতিসংঘের প্রতিনিধি দল। যদিও এর আগে থেকেই বিষয়টি তদন্ত করার জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ দিয়ে আসছিল।

গেল ২৫ আগস্ট মিয়ানমারে সামরিক বাহিনী অভিযান শুরু হওয়ার পর থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান, বৌদ্ধ এবং হিন্দু ঘরবাড়ি ছেড়ে রাখাইন রাজ্যে ভেতরেই সাময়িক আশ্রয়ে রয়েছে। আর চার লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সংখ্যা গত কয়েকদিনে লক্ষণীয়ভাবে কমে গেছে। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর একজন মুখপাত্র বলছেন, মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা একেবারেই বন্ধ হয়ে যায়নি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে