শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৯:৪৮

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের খবর প্রচারে বিধিনিষেধ সৌদি আরবের

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের খবর প্রচারে বিধিনিষেধ সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির খবর প্রচারে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। সৌদি রয়েল কোর্ট থেকে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের সম্পাদকদের কাছে এ বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। এতে জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের খবর বেশি সময় ধরে প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

 ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে জর্ডানে ব্যাপক অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা আম্মানে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানান। তবে দেশটির সৌদি ও বাহরাইন দূতাবাস থেকে জর্ডানে অবস্থানরত নিজ নিজ দেশের নাগরিকদের ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে অংশ না নিতে সতর্ক করে দেওয়া হয়েছে।

জর্ডানের সৌদি দূতাবাসের অফিসিয়াল টুইটারে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে জর্ডানে অবস্থানরত সৌদি নাগরিক এবং দেশটির বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সৌদি শিক্ষার্থীদের জনসমাগম ও বিক্ষোভ থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

একই ধরনের বিবৃতি দিয়েছে জর্ডানের বাহরাইন দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে জর্ডানে অবস্থানরত বাহরাইনের নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ প্রদর্শনের স্থানগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে নিউজ ১০ নামের একটি ইসরায়েলি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও মিসরের সবুজ সংকেত পেয়েই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে স্থানান্তরে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার প্রতিও সমর্থন দিয়েছে সোদি আরব ও মিসর। তবে এ ইস্যুতে দেশ দুটি এখন যে প্রতিক্রিয়া ও নিন্দা জানাচ্ছে সেটা তাদের প্রকৃত অবস্থান নয়। বরং এটা বিভ্রান্তিকর।

ইসরায়েলি সাংবাদিক এবং নিউজ ১০-এর আরব ডেস্কের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জভি এহেজকেলি। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প এবং তার আঞ্চলিক মিত্রদের মধ্যে সমন্বয় ছাড়া এই ঘোষণা আসা সম্ভব ছিল না।

তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্প প্রশাসনের স্বীকৃতির ঘোষণায় আরব দেশগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে তাদের ওই প্রতিক্রিয়াও গুরুতর কিছু নয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে