আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য। বৃহস্পতিবার বিশ্বের ১৯৩টি সদস্য দেশের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে জেরুজালেম নিয়ে মার্কিন ঘোষণার বিপক্ষে ভোটাভুটি হয়। মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দানে বিরত থাকলেও জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে ভারত। তবে দক্ষিণ এশিয়ার ভুটান ভোট দানে বিরত ছিলো।
ফিলিস্তিনের আহ্বানে তুরস্ক আর ইয়েমেনের উপস্থাপিত ওই প্রস্তাবে জেরুজালেম নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে পক্ষে ১২৮টি দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে নিজেদের বিরত রেখেছে।
প্রস্তাবটির পক্ষে ভোট দেয়া ১২৮টি দেশের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চার স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া রয়েছে। কার্যত ভোট দানে বিরত থাকা দেশ এবং বিপক্ষে ভোট দেয়া দেশগুলো ছাড়া বাকি সব দেশ প্রস্তাবটি সমর্থন করেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৯টি দেশ। দেশগুলো হচ্ছে- ইসরায়েল, যুক্তরাষ্ট্র, গুয়েতেমালা, হন্ডুরাস, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ ও টোগো। আর ভোটদানে বিরত ছিল ৩৫টি দেশ।
ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে রয়েছে-আর্জেন্টিনা, ভুটান, অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, এন্টিগুয়া-বারমুডা, বাহামাস, বেনিন, বসনিয়া-হারজেগোভিনা, ক্যামেরুন, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডোমিনিক্যান প্রজাতন্ত্র, ইকুইটোরিয়াল গিনি, ফিজি, জ্যামাইকা, কিরিবাতি, লাটভিয়া, লেসেথো, মালাউয়ি, পানামা, প্যারাগুয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, রোমানিয়া, রুয়ান্ডা, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ সুদান, ত্রিনিদাদ-টোবাগো, টুভ্যালু, উগান্ডা, ভানুয়াতি, হাইতি ও হাঙ্গেরি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস