সোমবার, ০৭ মে, ২০১৮, ০১:০৮:৫৫

চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পুতিন

চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো শপথ নেবেন ভ্লাদিমির পুতিন। আজ সোমবার তিনি শপথ গ্রহণ করবেন। তাঁর শপথ গ্রহণকে কেন্দ্র করে ক্রেমলিনে বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের চতুর্থবারের মতো আশঙ্কায় পুতিন শুধুমাত্র নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া জুড়ে বিক্ষোভ চলছে। গত শনিবার রাশিয়াতে এক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অর্ধেকই মস্কোতে সংঘটিত হয়েছে।

রাশিয়ায় গত ১৮ বছর ধরে ক্ষমতায় আছেন পুতিন। ১৯৯৯ সালে ক্ষমতায় আসেন। রাশিয়ার সংবিধান অনুযায়ী পর পর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা সম্ভব নয়। তাই তিনি তাঁরা তৃতীয়বারের মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেন। সোমবার শপথ নিলে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে