বুধবার, ০৯ মে, ২০১৮, ০২:২৯:৫০

‘আজানের চেয়ে বড় কোনো ব্রেকিং নিউজ নেই’

‘আজানের চেয়ে বড় কোনো ব্রেকিং নিউজ নেই’

আন্তর্জাতিক ডেস্ক: আজানের চেয়ে বড় কোনো ব্রেকিং নিউজ নেই মন্তব্য করে প্রতিটি টেলিভিশনে পবিত্র রমজান মাসে পাঁচ ওয়াক্ত আজান সম্প্রচারের নির্দেশ দিয়েছে ইসলামাবাদের হাইকোর্ট।

একইসঙ্গে রমজান মাসে কোনো ধরণের সার্কাস সম্প্রচার করা যাবে না বলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের বিচারক সৌকত আজীজ সিদ্দিকী রমজান ট্রান্সমিশন এবং মর্নিশ শো আচরণবিধির ওপর কার্যকর মামলার শুনানিতে এ রায় ঘোষণা করেন।

এসময় বিচারক সৌকত আজীজ বলেন, কোনো কোনো টিভি চ্যানেলতো আজান সম্প্রচারই করে না বরং আজানের সময় নাচ গান ও বিজ্ঞাপন সম্প্রচার করে। পিটিভি পর্যন্ত আজান সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এটা চলতে থাকলে পাকিস্তান নাম থেকে ইসলামি প্রজাতন্ত্রও মুছে যাবে।

এ শুনানিতে ইসলামাবাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে, প্রতিটি টিভি চ্যানেলে পাঁচ ওয়াক্ত আজান সম্প্রচার আবশ্যক। বিচারক সৌকত আজীজ বলেন, ইসলামি পরিচয় ও বিশ্বাস রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। ইসলাম উপহাস করার অধিকার কাউকে প্রদান করেনি। --এক্সপেস নিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে