শুক্রবার, ০১ জুন, ২০১৮, ০৯:৩৭:৩৬

উল্টো বাংলাদেশের কাছে পানি চেয়ে বসলেন মমতা

উল্টো বাংলাদেশের কাছে পানি চেয়ে বসলেন মমতা

সজিব খান:  বাংলাদেশ-ভারতের মধ্যে আজও হয়নি তিস্তার পানিবণ্টন চুক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বাংলাদেশকে তিস্তার পানিবণ্টন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তাঁর কথা রাখতে পারেন নি। যার প্রধান অন্তরায় ভারতের তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক বছর ধরে তিস্তার পানি পানি করেও মমতার মমতাময়ী মন গলানো গেল না। খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে মমতার সাথে কথা বললেও ফলাফল শূণ্য। পানি পেল না বাংলাদেশ।

বাংলাদেশকে পানি দিলে পশ্চিমবঙ্গের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন যুক্তিতে যখন আমরা কিনা পানি পাচ্ছি না। এমতাবস্থায় তিনি আত্রাই নদীতে বাংলাদেশ বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে বলে অভিযোগ করে এ নদীর পানির সমান সমান ভাগ দাবি করে বসেছেন। তিস্তা চুক্তি নিয়ে বির্তকের মধ্যে আত্রাই নদীতে বাংলাদেশ কেন বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে তা জানতে চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠির মাধ্যমে জানতে চেয়েছে মুখ্যমন্ত্রী মমতা। চিঠিতে মোদির কাছে আত্রাই নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করেছেন তিনি। একই সাথে বিষয়টি নিয়ে মোদির দপ্তর ছাড়াও বাংলাদেশের পরিবেশমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন দিশারী সংকল্প সংস্থার সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল।

গত ২৫শে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে এক মঞ্চেই চার ঘণ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত থেকেও তিস্তা নিয়ে সরাসরি কোনো কথা বলেননি, অন্যদিকে মমতার মুখেও এ বিষয়ে কোন শব্দ উচ্চারিত হয়নি। এরপর প্রধানমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাতেও তিস্তা নিয়ে কোন সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে আত্রাই নদীতে বাংলাদেশের বাঁধ দেয়ার প্রতিবাদ ও পানির ন্যায্য হিস্যা দাবি করে প্রধানমন্ত্রী ভারতের মোদির কাছে মমতার চিঠির বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার জন্য আত্রাই নদীর পানির ভাগ দিতে হবে। তার প্রশ্ন, তিস্তার পানিবণ্টন নিয়ে বাংলাদেশ প্রশ্ন তুলেছে। আত্রাইয়ের পানি ভাগ নিয়ে আমরা প্রশ্ন তুলব না কেন?

মমতা সরকারের এক মুখপাত্র জানান, বছর তিনেক আগে বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলায়, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ঠিক দু’কিলোমিটার আগে আত্রাই নদীর উপরে বাঁধ দেয়ার কাজ শুরু হয়। এখন সেই বাঁধের কাজ শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে- বালুরঘাটের দিকে আত্রাইয়ের পানিপ্রবাহ কমে গিয়েছে।

সূত্র: সমকাল, আমাদের সময় ডট কম
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে