শনিবার, ০২ জুন, ২০১৮, ১০:২৬:০৫

'আক্রান্ত হলে ইসরায়েলের পাশে দাঁড়াবে না ন্যাটো'

 'আক্রান্ত হলে ইসরায়েলের পাশে দাঁড়াবে না ন্যাটো'

আন্তর্জাতিক ডেস্ক: ইরান কর্তৃক আক্রান্ত হলে ইসরায়েলের সুরক্ষায় এগিয়ে আসবে না পশ্চিমা সামরিক জোট ন্যাটো। দেশটি এ জোটের অংশীদার, তবে সদস্য নয়। ফলে ন্যাটোর ‘নিরাপত্তা গ্যারান্টি’ ইসরায়েলের জন্য প্রযোজ্য নয়। জার্মান সাময়িকী ‘দের স্পিগেল’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ। শনিবার তার এই বক্তব্য প্রকাশ করে দের স্পিগেল।

জিন্স স্টোলটেনবার্গ বলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা কিংবা এ অঞ্চলের সংঘাতে ন্যাটোর কোনও সংশ্লিষ্টতা নেই।

ন্যাটো মহাসচিব এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইরান-ইসরায়েলের মধ্যকার বিরোধ ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি নিয়ে অস্বস্তি রয়েছে তেল আবিবের।

সিরিয়ার ইসরায়েল সীমান্ত থেকে ইরানি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের হটাতে তেহরানের মিত্র রাশিয়ার সঙ্গে গোপন চুক্তিও সম্পন্ন করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী, ইরানি বাহিনীকে দূরে রাখার বিনিময়ে গোলান মালভূমির নিয়ন্ত্রণ আসাদ সরকারের হাতে ছেড়ে দেবে ইসরায়েল। চুক্তির আওতায় ইরান, হিজবুল্লাহ, যুক্তরাষ্ট্র ও তুরস্কসহ সব বিদেশি শক্তিকে সিরিয়া থেকে চলে যাওয়ার আহ্বানও জানাবে রাশিয়া।

গোপন চুক্তিটি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্জেই সোইগুর মধ্যে ফোনালাপে চুক্তিটি চূড়ান্ত করা হয়। কয়েকদিন আগেই ল্যাভরভ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সিরীয় সীমান্তে সিরিয়ার সেনাবাহিনীর উপস্থিত থাকা উচিত। তার এমন বক্তব্যে বোঝা যায়, রাশিয়া ইরানকে সিরিয়ার অন্যান্য অংশে অবস্থান নিতে দেবে। সূত্র: এপি, আল জাজিরা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে