শুক্রবার, ১৫ জুন, ২০১৮, ০৯:৪৭:২৭

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটে ভারত

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে ভারতের ৬০ কোটি মানুষ পানি সংকটে ভুগছেন। এছাড়া পর্যাপ্ত খাওয়ার পানির অভাবে প্রতি বছর মারা পড়ছে দুই লাখ মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকট অ্যাখ্যা দিয়ে শুক্রবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে ভারতের পরিকল্পনা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটউট অব ট্রান্সফরমিং ইন্ডিয়া ‘যৌথ পানি ব্যবস্থাপনা সূচক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি বলছে, বর্তমানে ভারতে পানির চাহিদা ২০৩০ সাল পর্যন্ত সরবারহ করা পানির দ্বিগুণ। যে কারণে কয়েক কোটি মানুষ তীব্র পানি সংকটে ভুগছে। এর ফলে প্রতি বছর জিডিপির ৬ শতাংশ ক্ষতি হচ্ছে।

প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, ভারতের ২১টি প্রধান শহরে ২০২০ সালের মধ্যে ভূগর্ভস্থ পানি শেষ হয়ে যাবে। যাতে ক্ষতিগ্রস্ত হবে অন্তত ১০ কোটি মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের প্রায় ৭০ শতাংশ পানি দূষিত। যে কারণে পানিসূচকে ১২২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১২০তম।

এনআইটিআই সূচকে উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, হরিয়ানা খারাপ অবস্থানে রয়েছে। এই রাজ্যগুলোতেই ৬০ কোটির অধিক মানুষের বসবাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে