মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ০৪:৪৩:৪৮

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে স্পষ্ট বার্তা দিলো জাতিসংঘ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে স্পষ্ট বার্তা দিলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে বিশ্ব দরবারে কার্যত একঘরে পাকিস্তান। এ ইস্যুতে জাতিসংঘে দরবার করেও খুব একটা আশার আলো দেখল না পাকিস্তান। জম্মু-কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক বিষয়। 

তাই এ ব্যাপারে রফাসূত্রের জন্য দিল্লি ও ইসলামাবাদকেই হস্তক্ষেপ করতে হবে। কার্যত এ ভাষাতেই ইমরান খান সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে নিরাপত্তা পরিষদ। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি দেশ পোল্যান্ড।

৩৭০ ধারা ইস্যুতে পাকিস্তানের আবেদনের ভিত্তিতে এমন বার্তাই দিয়েছে পোল্যান্ড। এই প্রথমবার এ ইস্যুতে মুখ খুলল পোল্যান্ড। সোমবার পোল্যান্ডের রাষ্ট্রদূত জানান, ‘পোল্যান্ড আশা রাখে যে, দুই দেশ পারষ্পরিক আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করবে। একমাত্র শান্তির পথ অনুসরণ করেই এ সমস্যার সমাধান হতে পারে।’ 

এর আগে পোল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের। ৩৭০ ধারা বাতিলের পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এ ব্যাপারে অবগত করে নয়া দিল্লি।

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে রাষ্ট্রসংঘে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদ। কিন্তু শেষ পর্যন্ত তাতে পাকিস্তানের কোনও লাভ হল না বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে