রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩৭:৫০

‘দরকার হলে আপনারা মোদিকে জুতো মারুন বা তার কুশপুতুল পোড়ান’

‘দরকার হলে আপনারা মোদিকে জুতো মারুন বা তার কুশপুতুল পোড়ান’

নিউজ ডেস্ক : 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশের বৈশিষ্ট্য। আমরা সবসময় তা বজায় রাখার চেষ্টা করি। ঐক্যের উপর ভিত্তি করেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়।' 

রবিবার দুপুরে দিল্লির রামলীলা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরেই উ'ত্তা'ল হয়ে ওঠে দেশের বিভিন্ন রাজ্য। বি'ক্ষো'ভের আ'গু'ন জ্ব'লে ওঠে বিভিন্ন প্রান্তে। 

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে এখনও পর্যন্ত আসামে পাঁচজন, কর্ণাটকে দু'জন ও উত্তরপ্রদেশে এক শিশু-সহ মোট ১৮ জনের মৃ'ত্যু হয়েছে। কংগ্রেস-সহ বি'রো'ধী দলগুলি বিজেপির বি'ভা'জনের রাজনীতির বি'রো'ধিতা করে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে। 

তাই এবিষয়ে প্রথমে ধীরে চলো নীতির সাহায্য নিলেও এবার তেড়ে'ফুঁড়ে নাগরিকত্ব আইনের স্বপক্ষে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ১০দিন ধরে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে যার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রায় দেড়লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই নতুন আইন নিয়ে বিরো'ধীরা মানুষকে বি'ভ্রা'ন্ত করছে বলে অভিযোগ করে তিনি বলেন, 'দেশের মানুষের ভালর জন্যই সংশো'ধিত নাগরিকত্ব আইন পাশ হয়েছে। এতে দলিত ও গরিব সব মানুষেরই সুবিধা হবে। কিন্তু, কিছু রাজনৈতিক দল নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে।

মোদি বলেন, সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। গু'জ'ব ছড়িয়ে অশান্তিতে ই'ন্ধন দেওয়া হচ্ছে। এতে বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তির ক্ষ'তি হচ্ছে। তবু রাজনৈতিক ফা'য়দা তুলতে এই ধরনের মিথ্যের সাহায্য নিচ্ছে কিছু দল। আমি প্রশ্ন করতে চাই, কেন এভাবে আমাকে আ'ক্রম'ণ করতে গিয়ে দেশের সম্মান ন'ষ্ট করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমার কুশপুতুল পো'ড়ানো হচ্ছে। 

তিনি বলেন, আমি অনুরোধ করব আমাকে আ'ক্র'মণ করছেন করুন। দরকার হলে আপনারা মোদিকে জুতো মারুন কিংবা কুশপুতুল পো'ড়ান। কিন্তু, আমার উপর রা'গ করে দেশের সম্পত্তির ক্ষ'তি করবেন না। গরিব অটোচালকের অটো ভা'ঙবে'ন না। স্বাধীনতার পর থেকে ৩৩ হাজার পুলিশকর্মী নিজের জীবন ব'লিদা'ন দিয়েছেন। কিন্তু, এখনও তাদের উপর অযথা আ'ক্র'মণ করেছে নাগরিকত্ব আইনের বিরো'ধীরা। যে আইন পাশ হয়েছে তাতে কেউ ব'ঞ্চি'ত হবেন না। তবু মুসলিমদের উ'সকা'নোর চেষ্টা চলছে। আমি বলতে চাই সংসদে যে আইন পাশ হয়েছে, তাতে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ বা খ্রিশ্চান সবারই সুবিধা হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে