আন্তর্জতিক ডেস্ক : এবার নোটিশ দিয়ে ধর্মঘটে নামছে পশ্চিমবঙ্গের কৃষকরা। আর এই নোটিশ জমা দেওয়া হবে মহকুমা শাসক এবং বিডিও'র কাছে। জানা গেছে, ২০২০ সালের ৩ জানুয়ারি সারা পশ্চিমবঙ্গ প্রশাসনের দপ্তরে একত্রিত হবে কৃষকরা।
সেখান থেকেই ধর্মঘটের নোটিশ দেওয়া হবে। সেই নোটিশে বলা থাকবে- তারা ভারতের কৃষক এবং শামিল হচ্ছেন গ্রাম ধর্মঘটে। সে ক্ষেত্রে এই ধর্মঘটে শামিল হচ্ছে কৃষক, ভাগচাষী, খেতমজুর, মৎস্যজীবী, আদিবাসী, দলিত, পরিযায়ীরাও ৷
ফলে আশঙ্কা করা হচ্ছে, ৮ জানুয়ারি ধর্মঘটের প্রভাব পড়বে গ্রামের জীবন। ৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রাদেশিক কৃষকসভাসহ বামপন্থী কৃষক সংগঠনগুলো একযোগে প্রশাসনের দরজায় লটকে দেবে গ্রাম ধর্মঘটের নোটিশ। এ কথা জানিয়েছেন সারা ভারত কৃষকসভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অমল হালদার।
শিল্পক্ষেত্রে শ্রমিক কর্মচারীর মতোই কৃষকরাও এবার গ্রাম ধর্মঘটে একই পথ যাচ্ছে। ৮ জানুয়ারি কৃষকরা কাজ করতে যাবে না অর্থাৎ চাষ করতে ফসলের খেতে নামবে না। পাশাপাশি শীতের সকালে পানিতে নামবে না মৎস্যজীবীরাও। আবার গোয়ালারও দুধ নিয়ে শহরের পথে বের হবে না। ৩ জানুয়ারি নোটিশে এই বার্তা তুলে ধরবে কৃষকরা।
শুধু নিজেদের কাজ বন্ধ রাখা নয়, ধর্মঘট সফল করতে পথেও নামবে কৃষকরা। প্রয়োজনে রাস্তা এবং রেল অবরোধে অংশ নেবে তারা। আর সে কাজের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে গ্রামগুলো।