রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬:২৩

এনপিআরও এনআরসির মতো মুসলিম বিরো'ধী,‌ ফরম পূরণ করবেন না : অখিলেশ যাদব

এনপিআরও এনআরসির মতো মুসলিম বিরো'ধী,‌ ফরম পূরণ করবেন না : অখিলেশ যাদব

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন এবং এনআরসির বি'রু'দ্ধে ক্ষো'ভে ফুঁ'সছে গোটা দেশ। বিগত দু'‌সপ্তাহ ধরে অ'গ্নিগ'র্ভ উত্তরপ্রদেশ। মোদি সরকারে '‌বিভাজন-মূলক'‌ নীতির বি'রু'দ্ধে মুখ খুলেছেন মায়াবতী, অখিলেশরা। 

আবার দেখা দিল জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর। এবার এনপিআর-এর বিরো'ধিতায় মুখ খুললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। পরিষ্কার জানিয়ে দিলেন, তিনিই হবেন প্রথম ব্যক্তি যিনি এনপিআরের ফর্ম ভর্তি করবেন না। রবিবার লখনউ-তে সমাজবাদী পার্টির একটি সভায় গিয়েছিলেন অখিলেশ। 

সেখানে তিনি বলেন, 'যদি প্রয়োজন পড়ে, ‌এনপিআর-এর ফর্ম আমি ভর্তি করব না। কিন্তু প্রশ্ন হল, সেক্ষেত্রে আপনারা কি আমায় সমর্থন করবেন?‌ এনপিআর বা এনআরসি, দুটোই সংখ্যাল'ঘু, মুসলিম বিরো'ধী। প্রশ্ন আপনি কী চান, চাকরি নাকি এনআরসি?‌ আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই যারা সাধারণ মানুষকে লাঠি দিয়ে মা'রছেন, মনে রাখুন আপনাদের বাবা-মায়ের শংসাপত্রও চাইবে এঁরা।'‌

গত সপ্তাহেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সারা দেশে এনপিআর চালু করার ক্ষেত্রে সম্মতি জানিয়েছে। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এনপিআর কি তাহলে এনআরসির প্রথম ধাপ?‌ এনপিআরের তথ্যই কি এনআরসির কাজে ব্যবহার করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার?‌ সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে