মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪৫:০২

ভারতের নতুন সেনা প্রধান মনোজ মুকুন্দ নরভানে

ভারতের নতুন সেনা প্রধান মনোজ মুকুন্দ নরভানে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনার ২৮ তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। তার আগে এই পদে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। ১ জানুয়ারি থেকে বিপিন রাওয়াত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করবেন। 

সেনা প্রধান হিসাবে আজই তার শেষ কর্ম দিবস ছিল। আজ সেই বিপিন রাওয়াত থেকে সেনা প্রধানের দায়িত্ব ভার বুঝে নিলেন সেনায় ৩৭ বছর যাবত কাজ করা মুকুন্দ নরভানে। ১৩ লক্ষ ভারতীয় সেনার মজবুত বাহিনীর শীর্ষে থাকবেন নরভানে।

এর আগে আজ সকালে দিল্লির সাউথ ব্লকে তার বিদায়কালীন অনুষ্ঠানে গার্ড অফ অনার নেন জেনারেল রাওয়াত। অনুষ্ঠানের পর জেনারেল রাওয়াত পরবর্তী সেনা প্রধান হতে চলা জেনারেল মনোজ নারাভানেকে অভিনন্দন জানান তিনি।

ভারতীয় সেনা নর্দান আর্মির দায়িত্বে রয়েছেন মনোজ মুকুন্দ নরভানে। এই মুহুর্তে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন তিনি। প্রায় চার দশক ধরে ভারতীয় সেনায় রয়েছেন। কাশ্মীর এবং উত্তর পূর্বে অনুপ্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। 

অ'পারে'শন পবনের সময় শ্রীলঙ্কায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কায় শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মনোজ মুকুন্দ নরভানে। মায়ানমারে তিন বছর ভারতের হয়ে বিশেষ দায়িত্ব সামলেছেন তিনি।

সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেলের মত বী'রত্বের সম্মানে ভারত সরকার পুরস্কৃত করেছে তাকে। পরম বিশিষ্ট সেবা মেডেলেও সম্মানিত করা হয়েছে জেনারেল মনোজ মুকুন্দ নরভানেকে। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে