মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪৯:২০

'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে খ্রিস্টানদের গির্জায় হা'মলা, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে খ্রিস্টানদের গির্জায় হা'মলা, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

আন্তর্জাতিক ডেস্ক : গির্জার উদ্বোধনী অনুষ্ঠানে হা'ম'লা চালানোর অ'ভিযো'গে গ্রেফতার তিন বিজেপি কর্মী। চা'ঞ্চ'ল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে উত্তর শিবরামপুর গ্রামে। 

সূত্রের খবর, এদিন ওই এলাকায় যিশুখ্রিস্টের জন্মদিন পালন নতুন গির্জার উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে দিতে হা'ম'লা চালায়। 

প্রত্যক্ষদর্শীদের বা'ধা উপে'ক্ষা করে গির্জায় থাকা আসবাবপত্র, পাখা এবং মাইকসহ প্রচুর জিনিস ভা'ঙচু'র চালায় তারা। এবং ঘটনাস্থল থেকে পালায়। এই ঘটনার পর চার্চ কর্তৃপক্ষ ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভুবন মণ্ডল, উত্‍পল মণ্ডল এবং স্বপন বর্মন নামে তিন বিজেপি কর্মীকে গ্রে'প্তা'র করে। সোমবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে খবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে