মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৪:৩২

নতুন বছরে বড় চমক, বিয়ে করলেই বিনামূল্যে সোনা দেবে সরকার

নতুন বছরে বড় চমক, বিয়ে করলেই বিনামূল্যে সোনা দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরে বড় চমক সরকারের। নিয়ম মেনে বিয়ে করলেই সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে ১০ গ্রাম সোনা। বাল্য বিবাহ রুখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে অসম সরকার।

সূত্রের খবর, আসাম সরকার ২০২০ সালের ১ জানুয়ারিতে একটি স্কিম চালু করছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'অরুন্ধতী স্বর্ণ যোজনা'। এই প্রকল্পের মাধ্যমে নববধূদের সম্পূর্ণ বিনামূল্যে ১০ গ্রাম সোনা দেবে আসাম সরকার। উপহার হিসেবে দেওয়া হবে এই সোনা।

তবে আসামের নাগরিকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য। এছাড়া কিছু শ'র্ত মেনে বিয়ে করতে হবে। সেক্ষেত্রে পাত্রীকে অবশ্যই দশম শ্রেণি পাশ হতে হবে। এবং বয়স হতে হবে ১৮ বছরের উপরে। সামাজিকভাবে বিয়ে করতে হবে। পাশাপাশি আইনিভাবেও অর্থাত্‍ রেজিস্ট্রি করতে হবে। 

সেই নথি দেখিয়ে পাত্রীর পরিবারকে 'অরুন্ধতী স্বর্ণ যোজনা' প্রকল্পে রেজিস্ট্রেশন করতে হবে। পাত্রীর পারিবারিক বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম হতে হবে। তবে 'অরুন্ধতী স্বর্ণ যোজনা'র সুবিধা কেবল মেয়ের প্রথম বিয়ের ক্ষেত্রেই পাওয়া যাবে। অর্থাত্‍ কোনও কারণে প্রথম বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না।

তবে আসাম সরকার নববধূর জন্য যে ১০ গ্রাম সোনা বরাদ্দ করে থাকে। সেই সোনা তাকে দেওয়া হবে না। সোনার পরিবর্তে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ৩০ হাজার টাকা। কিন্তু ওই টাকা অন্য কোনও খাতে ব্যবহার করা যাবে না। পাত্রীর পরিবারকে সরকারের দেওয়া টাকা দিয়ে সোনার গয়না কিনতে হবে। তারপর সেই বিল জমা দিতে হবে সরকারের ঘরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে