মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৯:৫২

বাবরি মসজিদ তৈরির জন্য জমি বেছে দিলো উত্তরপ্রদেশে সরকার

বাবরি মসজিদ তৈরির জন্য জমি বেছে দিলো উত্তরপ্রদেশে সরকার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাবরি মসজিদ তৈরির জন্য জমি চি'হ্নি'ত করে ফেললো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওই জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। 

অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে জায়গায় একসময় বাবরি মসজিদ দাঁড়িয়ে ছিল তা দেওয়া হবে রাম জন্মভূমি ন্যাসকে। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরির জন্য ৫ একর জমি অযোধ্যার মধ্যেই রাজ্য সরকারকে দিতে হবে। সেই রায় মোতাবেকই পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। 

মসজিদের জন্য এখনও প্রর্যন্ত মোট ৫টি জায়গাকে চি'হ্নি'ত করেছে উত্তরপ্রদেশ সরকার। ওইসব জমিগুলি হল মির্জাপুর, শামসুদ্দিনপুর ও চাঁদপুরে। সবকটিই পঞ্চকোশী প'রিক্র'মার বাইরে। অযোধ্যায় যেসব জায়গাকে পবিত্র বলে মনে করা হয়, মসজিদের জন্য জমি দেওয়ার কথা হচ্ছে ওইসব পবিত্র স্থানের অন্তত ১৫ কিলোমিটার বৃত্তের বাইরে। 

ওইসব জমি বেছে নেওয়ার পর তার নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। ওইসব জায়গায় যাতে সহজে যাতায়াত করা যায় তা মাথায় রেখেই জায়গাগুলি বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে সরকারের দেওয়া জমি নেওয়া হবে কিনা তানিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে