সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ০৩:২১:৫২

যেকোনও সময় ভ'য়াব'হ বি'স্ফো'রণ, স'রিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দা

যেকোনও সময় ভ'য়াব'হ বি'স্ফো'রণ, স'রিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দা

আন্তর্জতিক ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ ফিলিপাইনের টাল আ'গ্নেয়গি'রি লা'ভা উদগি'রণ শুরু করেছে। যেকোনও সময় বড় ধরনের দুর্ঘ'টনা ঘ'টতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির।

এরই মধ্যে ‘আ'গ্নেয়'গিরি সুনামি’ সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আশপাশের বেশ কয়েকটি এলাকায় ছা'ই ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মুখোশ পরার পরামর্শ দিয়েছে। ওই অঞ্চল থেকে প্রায় হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে যেকোনো সময় ভ'য়াব'হ বি'স্ফোর'ণ ঘটতে পারে। এটি ফিলিপাইনের দ্বিতীয় সক্রিয়তম আ'গ্নেয়'গি'রি।
রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণে অবস্থিত এ আগ্নে'য়গি'রি থেকে সোমবার ভোরের দিকে দুর্বল লাভা প্রবা'হিত হতে শুরু করে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি এবং ভূ'মিক'ম্প বিভাগ এক বিবৃতিতে বলেছে, রাত ২টা ৪৯ থেকে ৪টা ২৮ মিনিটের মধ্যে টাল আগ্নে'য়গি'রি অস্থি'রতা প্রকাশ করে। এ সময় চৌম্বকীয় বি'স্ফোর'ণ ঘটে। দুর্বল লাভার বজ্র'পা'ত এবং বিদ্যু'তের ঝ'লক বের হতে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে