রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৫৪:৪৯

নতুন মোড় নিচ্ছে করোনা ভাইরাসের প্রাদু'র্ভাব, বিশ্বব্যাপী ছড়াচ্ছে আত'ঙ্ক!

নতুন মোড় নিচ্ছে করোনা ভাইরাসের প্রাদু'র্ভাব, বিশ্বব্যাপী ছড়াচ্ছে আত'ঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক : আরও ভ'য়'ঙ্ক'র হয়ে উঠছে করোনা ভাই'রাস। নতুন মাত্রা পাচ্ছে প্রা'ণঘা'তী এই ভাই'রাসের প্রাদুর্ভাব। চীনকে ত'ছন'ছ করে এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এটি। এতে আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাই'রাসের প্রাদু'র্ভাব বেড়েছে দক্ষিণ কোরিয়ায়।

দেশটিতে এক দিনেই নতুন করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে দ্বি'গুণ হয়েছে। প্রথমবারের মতো সং'ক্র'মণ ধ'রা পড়েছে ইসরায়েল ও লেবাননেও। এছাড়াও, করোনা ভাই'রাস ছড়িয়ে পড়েছে এর উৎপ'ত্তিস্থল চীনের দুই জেলখানায়। শুধু চীনের মূল ভূখণ্ডে মৃ'ত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জনে। এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছে ৭৬ হাজার ২৮৮ জন। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাই'রাস ছড়িয়ে পড়ে। চীনসহ ৩০টির বেশি দেশে ছড়িয়েছে প্রা'ণঘা'তী এই করোনা ভাই'রাস। করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে শুধুমাত্র শুক্রবার মা'রা গেছে মোট ১০৯ জন। এর মধ্যে উহান শহরে মা'রা গেছে ৯০ জন। 

এই ভাইরাসে নতুন করে আ'ক্রা'ন্ত হয়েছে ৩৯৭ জন। প্রা'ণঘা'তী এই ভাই'রাস ছড়িয়ে পড়েছে ইরানের আ'ধা ডজন শহরে, মৃ'ত্যু ঘটিয়েছে আরও দুইজনের। নতুন রো'গীর সংখ্যা বেড়েছে ইতালি ও জাপানেও। জাপানের উপকূলে একটি প্রমোদতরীতে ৬শ'র বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে।

এতদিন নতুন করোনা ভাই'রাসের প্র'কো'প চীনের মধ্যেই ছিল বেশি। কিন্তু গত কয়েক দিনে চীনের বাইরে এশিয়ার বিভিন্ন দেশে যে গতিতে নতুন রোগী বাড়ছে তাতে কোভিড-১৯ নাম পাওয়া এ রোগের প্রাদু'র্ভাব নতুন দিকে মোড় নেওয়ার শ'ঙ্কা তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্ট্রেইটস টাইমস।

অস্ট্রেলিয়া অ্যান্ড নিউ জিল্যান্ড ব্যাংকিং গ্রুপের এশিয়া রিসার্চের প্রধান খুন গো বলছেন, ''এশিয়ার অন্যান্য অংশে বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করে এই ভাই'রাস সং'ক্র'মণ যেভাবে বেড়েছে তা আবার উ'দ্বে'গ তৈরি করেছে। এটা এই রোগ সং'ক্র'মণের নতুন ধাপের দিকে ই'ঙ্গি'ত করছে এবং এতে জনজীবন ব্যা'হ'ত হওয়ার পাশাপাশি আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি অর্থনৈতিক ক্ষ'তির মুখে ফেলবে।''

ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রথম করোনা ভাই'রাস সং'ক্র'মণ দেখা দেওয়ার পর তা এরইমধ্যে ম'হামা'রি আকার নিয়েছে। চীনের বাইরে ৩০টির বেশি দেশে এই রোগ ছড়ালেও এখনও আ'ক্রা'ন্তের সংখ্যা তুলনামূলক কম। নতুন এই করোনা ভাই'রাসে সোয়া দুই হাজারের মতো মানুষের মৃ'ত্যু হয়েছে, যাদের মধ্যে চীনের বাইরে রয়েছে ১৩ জন। সূত্র: আল-জাজিরা, স্ট্রেইট টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে