শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১২:৫৭:৪৫

চলছে লকডাউন, অভিনব কায়দায় বিয়ে

চলছে লকডাউন, অভিনব কায়দায় বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: করোনা রু'খতে সামাজিক দূর'ত্ব বজায় রাখাই সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করছেন বিশেষ'জ্ঞরা। তাই করোনা ঠে'কাতে সারা দেশে লকডাউন করে রেখেছে মোদি সরকার। এ কারণে ২৫ তারিখ বিয়ের আয়োজন বাতিল করতে হয়েছিল হামিদ আর মেহজাবিন নামের এই জুটিকে। তবে আয়োজন বাতিল হলেও বিয়ে বাতিল করেননি উত্তরপ্রদেশের হরদৌয়ের এই জুটি। বরং ভিডিও কলেই বিয়ের কাজাটা সারলেন হামিদ-মেহজাবিন।

এই বিয়েকে অনেকেই প্রযু'ক্তিগত বিয়ে বলে অবিহিত করছেন। ঠিক কী ঘ'টল?‌ ১৫ কিলোমিটারের দূরত্ব কাছাকাছি চলে এলে দুটো স্মার্টফোনের মাধ্যমে। করোনা সত'র্কতা বজায় রেখে দূর'ত্ব মিটিয়ে বিয়ে করে নিলেন এই জুটি। নিমন্ত্রিত কেউই ছিলেন না। ছেলের বাড়ি ও মেয়ের বাড়ির লোকেরাই একমাত্র সা'ক্ষী থাকল প্রযু'ক্তিগত বিয়ের। 

তবে ভিডিও কলে যোগ দিয়েছিলেন আরো কিছু আত্মীয়। ভিডিও কলেই সবাই দেখতে পেল কনের সাজ। নিজেই মেকআপ করে সামনে আসেন মেহজাবিন। তৈরি ছিলেন দুই বাড়ির সদস্যরাও। আর ভিডিও কলেই নিয়ম রীতি মেনে সারা হলো বিয়ে। বাড়ির সদস্যরাই সবাই মিলে নিজেদের প্রয়োজন মতো একাধিক পদ রান্না করে নেন। বিয়ের পর্ব মেটার পর ভিডিও কল চলাকালীনই দুই বাড়ির সদস্যরা খাওয়া শুরু করেন। 

বিয়ের পর হামিদের প্রতিক্রি'য়া, আসলে করোনা সর্ত'কতা মে'নে এবং এই লকডাউনের সময় বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়া অসম্ভব ছিল। আবার আয়োজন ব'ন্ধ করলে বিয়ে পিছিয়ে যাবে। তাই সবদিক বজায় রাখতে ভিডিও কলের মাধ্যম হলো বিয়ের। তবে সময় কে'টে নতুন সময় এলেই সংসার করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে