বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৯:৪৬:৩২

আর্মেনিয়ার বি'রু'দ্ধে আজারবাইজানের হয়ে যু'দ্ধ করছে পাকিস্তানের সেনারা

আর্মেনিয়ার বি'রু'দ্ধে আজারবাইজানের হয়ে যু'দ্ধ করছে পাকিস্তানের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : বি'ত'র্কি'ত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যু'দ্ধ চলছে। এই যু'দ্ধে আর্মেনিয়ার বি'প'ক্ষে আজারবাইজানের হয়ে পাকিস্তানের সেনারা যু'দ্ধ করছে বলে গু'ঞ্জ'ন শোনা যাচ্ছে। আজারবাইজানের দু'জন স্থানীয় ব্যক্তির মধ্যে টেলিফোনে আলাপের সময় দেশটিতে পাকিস্তানের সেনাদের উপ'স্থি'তির বিষয়ে উল্লেখ করা হয়।

এবার আল-আরাবিয়্যাহ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার বি'রু'দ্ধে লড়াইয়ের জন্য আজারবাইজানকে অ'স্ত্র দিচ্ছে ইসরায়েল। উভয় পক্ষই অ'ভিযো'গ করেছে বিদেশি সৈনিক ভাড়া করার ব্যাপারে। তুরস্ক তো সরাসরিই আজারবাইজানকে সমর্থন দিয়ে বলেছে, এ অঞ্চলে শান্তির ক্ষেত্রে প্রধান হু'মকি হলো আর্মেনিয়া। সে কারণে সিরিয়া থেকে বাকুতে যো'দ্ধা পাঠানোর কথা বলেছে তুরস্ক।

অন্যদিকে আর্মেনিয়ায় সেনা ঘাঁ'টি রয়েছে রাশিয়ার। আর্মেনিয়ার হয়ে লড়া'ইয়ের জন্য সৈন্য পাঠানোর অ'ভিযো'গ রয়েছে রাশিয়ার বি'রু'দ্ধে। পাহাড়ি ছিটমহলটা আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত, কিন্তু এলাকাটা নিয়'ন্ত্রণ করে জাতিগত আর্মেনীয়রা। ফলে এলাকায় থেকে থেকেই উত্তে'জনা মাথা চাড়া দিয়ে উঠেছে। সূত্র : আল-আরাবিয়্যাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে