রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১২:২১:৫১

জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ভ'য়াব'হ সংঘ'র্ষ!

জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ভ'য়াব'হ সংঘ'র্ষ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাঁওতে সেনা-জ'ঙ্গি সং'ঘ'র্ষ। শুক্রবার বিকালে এলাকায় অ'ভিযা'ন শুরু করে নিরা'পত্তা বা'হি'নী। নিরা'পত্তা বা'হি'নীর সঙ্গে গু'লি যু'দ্ধে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জ'ঙ্গির। দুটি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। কারণ এখনও সেখানে এনকা'উন্টার চলছে বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছেন, শুক্রবার বিকেল থেকে অভি'যান শুরু করে সেনা ও পুলিশের যুগ্ম বা'হি'নী। কুলগাঁও-এর চিনিগাঁওয়ে অভি'যান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনার ০১ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানরা। পুলিশের কাছে থাকা নি'র্দি'ষ্ট সূত্রের ভিত্তিতে এলাকা ঘিরে ফেলে শুরু হয় অ'ভি'যান।

নি'র্দি'ষ্ট সূ'ত্রে এলাকায় জ'ঙ্গিদের লু'কিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ ও সেনার মিলিত বা'হি'নী। পুলিশ ও সেনার উপস্থিতির জানান পেতেই পুলিশ চালাতে শুরু করে জ'ঙ্গিরা। পা'ল্টা গু'লি চালায় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ। শুরু হয়ে যায় এ'নকা'উ'ন্টার। লু'কিয়ে থাকা জ'ঙ্গিদের খুঁ'জে বের করতে ফ্লা'সলা'ইটও ব্যবহার করে পুলিশ ও সেনার যৌথ বা'হি'নী।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সং'ঘ'র্ষ স্থলে পড়ে রয়েছে ২ জ'ঙ্গির দেহ। কিন্তু এখনও এ'নকা'উ'ন্টার চলতে থাকায় তা উ'দ্ধা'র করা যায়নি। পুলিশ ও সেনার যৌ'থ বা'হি'নী ঘ'টনাস্থল ঘিরে রেখেছে। লু'কিয়ে থাকা জ'ঙ্গিরা এখনও গু'লি চালিয়ে যাচ্ছে। শ্রীনগরে সেনার মুখপত্র জানিয়েছেন, জ'ঙ্গির কাছ থেকে এম ফোর রাইফেল এবং উ'দ্ধা'র করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে