মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ১১:৪২:৫১

বিহার সাফল্যের পর পশ্চিমবঙ্গ, ভোটে ২০টি আসনে মুসলিম প্রার্থী দেবে আসাদুদ্দিন ওয়াইসির দল

বিহার সাফল্যের পর পশ্চিমবঙ্গ, ভোটে ২০টি আসনে মুসলিম প্রার্থী দেবে আসাদুদ্দিন ওয়াইসির দল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে ২০ আসনের প্রার্থী দিয়ে পাঁচটিতে জয় পেয়েছে তারা। আরও দুটি আসনে খুব কম ভোটে হেরেছে। এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তারা প্রার্থী দিয়ে বেশ কিছু আসন জয়লাভের স্বপ্ন দেখছে আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)।

ইতিমধ্যেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদে আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে সভা করার কথা ভাবছে এমআইএম। মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর মূলত সংখ্যালঘু মুসলিম ভোটের কথা চিন্তা করে এই তিনটি জেলাতেই সমস্ত প্রার্থী দেওয়ার কথা ভাবছে মিম। হায়দরাবাদ পুরসভার নির্বাচন শেষ হলেই মুর্শিদাবাদে আসবেন আসাদুদ্দিন ওয়াইসি। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে এসে বড় জনসভা করার পরিকল্পনা রয়েছে রাজ্য এমআইএমের। 

তাদের ধারণা আসাদুদ্দিন ওয়াইসিকে দিয়ে সভা করালেই মুসলিম ভোটের মধ্যে একটা প্রভাব পড়বে বলে তারা আশাবাদী। প্রতিটি ব্লকে কনভেনারদেরকে বুথ কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে এই খেলায় লিপ্ত হয়েছে এমআইএম। বাংলার মুসলিমরা এত বোকা নয়। যোগ্য জবাব দেবে। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব অশোক দাস বলেন, তৃণমূলের সঙ্গে মানুষ রয়েছে। যে কেউ ভোটে লড়তে পারে। তৃণমূলের কোন ক্ষতি করতে পারবেনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে