 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
মুসলিম ধর্মাবলম্বী নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড। এ বাহিনীতে সদ্য যোগ দেয়া কনস্টেবল জিনা আলী হচ্ছেন দেশটির প্রথম হিজাব পরিহিতা পুলিশ সদস্য।
নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে বিদ্যমান বৈচিত্র্যময় সম্প্রদায়ের প্রতিচ্ছবি হিসেবে সর্বাত্মক সেবা চালুর লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। নিউজিল্যান্ড ছাড়া লন্ডন মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ স্কটল্যান্ডের ইউনিফর্মেও হিজাব পরার অনুমতি রয়েছে।
২০০৬ সালে যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন পুলিশ ইউনিফর্মে হিজাব যুক্ত করে। ২০১৬ সালে একই পথ অনুসরণ করে পুলিশ স্কটল্যান্ড। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের সদস্য মাহা সুক্কার তার ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতেন।
নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, ২০১৮ সারলের দিকে তারা ইউনিফর্মের সঙ্গে হিজাব যোগ করা প্রক্রিয়া শুরু করে। কনস্টেবল জিনা শুধু দেশটির প্রথম হিজাব পরিহিতা পুলিশ সদস্যই নয়, এ প্রক্রিয়ার উন্নয়নেও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তিনি।