রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১, ১১:১৬:১৯

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা, তুর্কি বিমানের জরুরি অবতরণ

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা, তুর্কি বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পর জরুরি অবতরণ করেছে। রোববার (৩ জানুয়ারি) ইস্তানবুল বিমানবন্দরে জরুরি অবতরণ করে  বি-৭৭৭-এফ মডেলের কার্গো বিমানটি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইস্তানবুল থেকে কাজাখস্তানের উদ্দেশে যাচ্ছিল বিমানটি।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে উড়াল দেয়। ওড়ার অল্পক্ষণের মধ্যেই এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বিমানটি ইস্তানবুল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তুর্কি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানটি আধাঘণ্টা ওড়ার পরে মারমারা সাগরে পৌঁছলে ভারী বস্তুর সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা লাগার পরে সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে