শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১, ০৪:৩৭:৪০

ভারতের ২ করোনা টিকা মানব জাতিকে রক্ষা করবে : মোদি

ভারতের ২ করোনা টিকা মানব জাতিকে রক্ষা করবে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে কিছুদিন আগেও মেডিকেল যন্ত্রপাতি আমদানি করতে হতো। তবে সেই ভারতই এখন নিজস্ব প্রযুক্তিতে করোনা ভ্যাকসিন তৈরি করে মানব জাতির বাঁচানোর ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৯ জানুয়ারি) প্রবাসী ভারতীয়দের সম্মেলনে এমন মন্তব্য করেন মোদি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯তম প্রবাসী ভারত দিবস উপলক্ষে একটি ভার্চুয়াল সম্মেলনে মোদির দাবি, ''এই কিছুদিন আগেও পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটরসহ টেস্টিং কিট বাইরে থেকে আমদানি করত ভারত। তবে এখন আমাদের দেশ আত্মনির্ভর।'' অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন 'কোভিশিল্ড'-এর পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন সম্প্রতি ভারতের জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। 

সেই প্রসঙ্গেই মোদির মন্তব্য, ''আজ আমরা ভারতে তৈরি দুটি কোভিড ভ্যাকসিনের মাধ্যমে মানব জাতিকে রক্ষা করতে তৈরি।'' এদিকে মহামারি করোনা ভাইরাসের মধ্যেও প্রবাসী ভারতীয়রা ভারতের মুখ উজ্জ্বল করছেন বলে প্রশংসা করেছে নরেন্দ্র মোদি। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে