রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৮:৫৭

প্রশান্ত মহাসাগরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

প্রশান্ত মহাসাগরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

গত ৩১ আগস্ট প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ নৌ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তার পর হেলিকপ্টারটির খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করে মার্কিন নৌবাহিনীর একাধিক ফ্লাইট। দীর্ঘ৭২ ঘণ্টার বেশি সময় সময় ধরে তল্লাশি অভিযানে নিখোঁজদের উদ্ধারে ৩৪টি উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করা হয়। এ ছাড়া হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজের মাধ্যমেও ওই নাবিকদের খোঁজে তল্লাশি চালানো হয়।

এদিকে মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে এবং স্থানীয় সময় গত মঙ্গলবার বিকালে সান দিয়াগো উপকূল থেকে মাত্র ৬০ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সেই সময় রুটিন ফ্লাইট অপারেশনের অধীনে ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে