আন্তর্জাতিক ডেস্ক : জনসংখ্যা কমায় শ্রমসংকট দেখা দিয়েছে জাপানে। এই সংকট কাটাতে কর্মক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটির পরিকল্পনা করছে দেশটির সরকার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে বলছে, সাপ্তাহিক কর্মদিবস কমানোর পরিকল্পনা ২০২১ সালেই করেছিল জাপান সরকার। এতে সমর্থন ছিল আইনপ্রণেতাদেরও। কিন্তু পরে আর এ নিয়ে তেমন আলোচনা হয়নি। মাঝে করোনাকালে হোম অফিস চালু হয়। এরপর বিষয়টি নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায়।
এবার আবারও সপ্তাহে তিন দিন ছুটি রাখার চিন্তা করছে জাপান সরকার। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাপানের প্রায় ৮ শতাংশ কোম্পানি কর্মীদের সপ্তাহে তিন বা এর বেশি দিন ছুটি নেয়ার অনুমতি দেয়। তবে ৭ শতাংশ কোম্পানি তাদের কর্মীদের বাধ্যতামূলকভাবে এক দিন ছুটি দেয়।
ছোট ও মাঝারি আকারের ব্যবসায় আরও বেশি ক্রেতার আশায় সরকার ‘কাজের ধরন সংস্কার’ প্রচারাভিযান চালু করেছে। এতে ওভারটাইমের সীমা এবং সবেতন বার্ষিক ছুটিসহ কম ঘণ্টা কাজ এবং অন্যান্য ব্যবস্থার কথা বলা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে বলেও জানা যায়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কে বলা হয়েছে, ‘এমন একটি সমাজ নির্মাণ করা হবে, যেখানে শ্রমিকেরা তাদের পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ যেন আরও ভালো হতে পারে, সে জন্য প্রবৃদ্ধি ও বণ্টনের একটি চক্র তৈরি করতে হবে।’ কিন্তু এ পর্যন্ত মাত্র তিনটি প্রতিষ্ঠান এ ব্যাপারে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে।