আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা-চীন পরস্পরবিরোধী অবস্থান সাম্প্রতিক সময়ে আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। দক্ষিণ চীন সাগর নিয়ে দেশ দু'টির সম্পর্কে টানাপোড়ন এখন তুঙ্গে। এর মধ্যেই এক আন্তর্জাতিক নৌমহড়া আয়োজন করেছে ওয়াশিংটন। ‘রিম অব প্যাসিফিক এক্সারসাইজ’ বা ‘রিমপ্যাক’ নামের সেই মহড়ায় অংশ নেয়ার ঘোষণা দিল চীন।
আমেরিকার হাওয়াই দ্বীপের উপকূলে প্রতি দু’বছর পর ‘রিমপ্যাক’এর আয়োজন করা হয় । একে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক মহড়া বলা হয়ে থাকে। অবশ্য মহড়ায় বেইজিং’এর অংশগ্রহণ বন্ধে তৎপরতা চালিয়েছিল মার্কিন কিছু রাজনীতিবিদ।
মহড়ায় অংশ গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে বেইজিং’এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, ঐতিহ্যগত নয় এমন সব হুমকি মোকাবেলায় চীনা নৌবাহিনীর উন্নয়ন ঘটাতে সহায়তা করবে ‘রিমপ্যাক’।
এ ছাড়া, মহড়া অংশ গ্রহণের মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পেশাগত বিনিময় এবং সহায়তার সুযোগও সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি। অবশ্য মহড়ায় চীন কয়টি যুদ্ধজাহাজ পাঠাবে সে কথা উল্লেখ করা হয় নি
২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস