শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫০:১২

মুসলিম তরুণদের জার্মানি ছাড়ার হিড়িক, কিন্তু কেন?

মুসলিম তরুণদের জার্মানি ছাড়ার হিড়িক, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও ইরাকে গিয়ে ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে জার্মানি ছেড়েছে ৮০০ বেশি মুসলিম যুবক। তাদের শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক। এদের এক তৃতীয়াংশ খ্রিষ্টান বা অন্য কোনো ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন।

সম্প্রতি জার্মান দৈনিক ‘ডি ভেল্ট’ এক খবরে জানিয়েছে, এ বছরে জার্মানি থেকে মুসলিম তরুণদের জিহাদে যোগ দিতে সিরিয়া ও ইরাকে যাওয়ার প্রবণতা বেড়েছে। জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএর মুখপাত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ‘ডি ভেল্ট’৷

খবরে আরো বলা হয়, আইএসে যোগ দিতে যাওয়া এ সব তরুণ আবার দেশে ফিরেও আসছে। এ পর্যন্ত অন্তত ১৩০ জন তরুণ জার্মানি থেকে সিরিয়া ও ইরাকে গিয়ে প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী বোমা হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের জুন মাস থেকে ইরাক ও সিরিয়ায় যাওয়া ৬৭৭ জন মুসলিম তরুণের অতীত বিশ্লেষণ করেছে জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএ। যুদ্ধে যোগ দিতে যাওয়া তরুণদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের মধ্যে শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক।

তথাকথিত জিহাদি হতে সিরিয়া ও ইরাকে যাওয়া তরুণদের এক তৃতীয়াংশ খ্রিষ্টান বা অন্য কোনো ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন বলেও বিশ্লেষণে দেখা গেছে।

গত কিছুদিনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় বেশ কিছু অভিযান চালিয়েছে জার্মান পুলিশ। সেসব অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তারও করা হয়েছে৷ কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে।

২০১৫ সালের ডিসেম্বরে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে দুইজনকে মোট সাত বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে জার্মানির আদালত৷ গত জানুয়ারিতেও একজনকে ‘মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধ'-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে