বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৪:৩৮:৪৯

এগিয়ে আছেন ট্রাম্প, প্রতিপক্ষ হিলারি

এগিয়ে আছেন ট্রাম্প, প্রতিপক্ষ হিলারি

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মিশিগান ও মিসিসিপি দুটো অঙ্গরাজ্যে জয় নিশ্চিত করেছেন মি: ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এদিকে ডেমোক্র্যাটদের প্রার্থী মনোনয়ন লড়াইয়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন মিসিসিপিতে জয় পেয়েছেন। তবে মিশিগানে মিস ক্লিনটনকে হটিয়ে অবিশ্বাস্য রকমের জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স।

তারপরও দলীয় মনোনয়নের দৌড়ে এখনো অনেকখানি এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। মঙ্গলবার মিশিগান ও মিসিসিপি ছাড়াও আরো দুটি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়।

এর মধ্যে আইডাহোতে কেবল রিপাবলিকানদের ভোট অনুষ্ঠিত হয়েছে আর সেখানে জয় পেয়েছেন টেড ক্রুজ। শেষ খবর পাওয়া পর্যন্ত হাওয়াইতে ভোট চলছে।

দুই অঙ্গরাজ্যে জয়ের পর মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে মি: ট্রাম্প বলেন, 'ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখে আমি সবচেয়ে খুশি। এখনকার রাজনীতিতে এটি ব্যতিক্রম এবং অনেক বড় ঘটনা বলে আমি মনে করি'।

এদিকে মিশিগান ও মিসিসিপি দুটো অঙ্গরাজ্যেই চতুর্থ অবস্থানে রয়েছেন রিপাবলিকান নেতা মার্কো রুবিও। মনোনয়ন লড়াইয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি।
০৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে