শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ১১:১৯:৫৩

চাকরি হারালেন প্রধানমন্ত্রীর মা

চাকরি হারালেন প্রধানমন্ত্রীর মা

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সরকারের নিয়মনীতির কারণে চাকরি হারালেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মা ম্যারি ক্যামেরন।  সরকারের খরচ কমানোর পদক্ষেপে বন্ধ হয়ে যায় ম্যারির প্রতিষ্ঠান।  ফলে বেকার হয়ে পড়েন প্রধানমন্ত্রীর মা।

১১ মার্চ শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, ক্যামেরন সরকারের নিয়মনীতি বাস্তবায়নে ম্যারির প্রতিষ্ঠান চিয়েভেলে অ্যান্ড এরিয়া চিলড্রেন’স সেন্টার বন্ধের ঘোষণা দেয়া হয়।  স্কুলের বাইরে সময় কাটানো এবং শৈশবের যাবতীয় সুযোগ ভোগের সেন্টারটিতে ৪৪টি শিশু রয়েছে।

২০১০ সালে ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি সরকারে আসার পর এ ধরনের ৬৩১টি সেন্টার বন্ধ হয়ে যায়।

চিয়েভেলে অ্যান্ড এরিয়া চিলড্রেন’স সেন্টারটি বন্ধের ঘোষণার প্রতিবাদে গত ফেব্রুয়ারিতে সরকারের বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেন ক্যামেরনের মা ম্যারি ও বোন ক্লেয়ার কুরি।  প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার আগে ম্যারি ক্যামেরন ছিলেন ম্যাজিস্ট্রেট।

ম্যারি ক্যামেরন তার পিটিশনে বলেন, সেন্টারটি বন্ধের ঘোষণায় আমি খুবই হতাশ।  কিন্তু কিছুই যদি করার না থাকে আর কি বলবো? আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কথা বলেছেন কি না এমন প্রশ্নের জবাবে ম্যারি দেশটির সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে কিছু বলা হয়নি।  কারণ আমি তার কাজে হস্তক্ষেপ করতে চাই না।  
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে