শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৬:১৯:৪৯

পাক-আফগান সীমান্তে চরম উত্তেজনা, ট্যাংক ও সাঁজোয়া যান তাক করে রাখা হয়েছে

পাক-আফগান সীমান্তে চরম উত্তেজনা, ট্যাংক ও সাঁজোয়া যান তাক করে রাখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তোরখামের অভিন্ন সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরো বৃ্দ্ধি পেয়েছে এবং দেশ দু’টি সীমান্তে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে। দু’দেশের আলোচনাকারীরা উত্তেজনা নিরসনে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নেয়ার পাশাপাশি তোরখাম সীমান্তের উভয় পাশেই বাড়িতে সেনা পাঠিয়েছে দেশ দু’টি। পাকিস্তানের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্যারিস টুডে আজ এ খবর দিয়েছে।

পাকিস্তান-আফগানিস্তান অভিন্ন সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দিয়েছে। অবৈধ ও গোপন যাতায়াত বন্ধে অভিন্ন সীমান্তের কিছু কিছু অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে পাকিস্তান।

পাকিস্তানের এ পদক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিন্ন সীমান্তে সেনাবাহিনী মোতায়েন এবং সীমান্ত রক্ষীদের অবস্থানগুলো জোরদার করেছে আফগানিস্তান।

উত্তেজনা বিরাজমান থাকায় উপুর্যপরি তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে তোরখাম সীমান্ত। উভয় পক্ষের আলোচক দল পাকিস্তানের সীমান্তে ভেতর স্বল্প সময়ের বৈঠকে বসেছিল। কিন্তু তাদের আলোচনা সফল হয় নি।
১৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে