বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৬:৫৮

খিদে মেটাতে জঙ্গল থেকে স্কুলের রান্নাঘরে বন্যহাতি

খিদে মেটাতে জঙ্গল থেকে স্কুলের রান্নাঘরে বন্যহাতি

আন্তর্জাতিক ডেস্ক : বেশ খিদে পেয়েছিল বন্যহাতিটির।  খাবার খুঁজতে খুঁজতে সোজা স্কুলের মিড ডে মিলের ভাণ্ডারে।  মজুত চাল, ডাল, আলু সাবাড় করে ফেলে হাতিটি।  

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ ভোরে তার ঘেরা জঙ্গল থেকে বেরিয়ে ভারতের মালবাজারের ক্রান্তির, ষোলঘড়িয়া বস্তির জুনিয়র হাইস্কুলে ঢুকে পড়ে একটি হাতি।  

স্কুলের ঘর ভেঙে ঢুকে পড়ে সোজা রান্নাঘরে।  খাবার সাবাড় করে ফিরে যায় আবার জঙ্গলে।  খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাঠামবাড়ি রেঞ্জের বনকর্মীরা।

স্কুল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা।  তবে আজকে আর মিড ডে মিলের খাবার জুটছে না পড়ুয়াদের।  তথ্যসূত্র : জি নিউজ
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে