বিনোদন ডেস্ক: এবার বলিউডের 'বাদশা' শাহরুখ খানও মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার কৃষকদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছেন। জানা গিয়েছে, এ ব্যাপারে শাহরুখ একটি কনসার্টের পরিকল্পনা করেছেন পরিচালক অনুবব সিনহা-র সঙ্গে। সেখান থেকে প্রাপ্ত অর্থ কৃষকদের পরিবারকে সাহায্যের জন্য তুলে দেওয়া হবে।
কনসার্টের নাম রাখা হয়েছে 'সান অফ সয়েল'। শাহরুখের সঙ্গে 'রা-ওয়ান' ছবিতে কাজ করেছেন অনুভব সিনহা। তিনি বলেন, 'আমি এই কনসার্টের কথা অনেক দিন আগে থেকে ভাবছিলাম। গত সপ্তাহে এ ব্যাপারে সকলের সঙ্গে আলোচানা করি। যখন শাহরুখ-কে এ ব্যাপারে জানাই ও এক কথায় শাহরুখ রাজি হয়ে যায়। ও হেসে জানায়, শুধু কখন এবং কোথায় পৌঁছতে হবে আমায় জানিও।
অনুভব জানিয়েছেন, কনসার্টের সম্ভাব্য তারিখ ২৮ নভেম্বর। মুম্বাই বা দিল্লিতে কনসার্টটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে। শাহরুখ ছাড়াও কনসার্টে পারফর্ম করতে চলেছেন সঙ্গীত পরিচালকদ্বয় বিশাল-শেখর, গায়ক অঙ্কিত তিওয়ারি, সঞ্চালক মনীশ পল। জানা গিয়েছে, সকলেই বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/