শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ১১:৩১:৩২

সিঙ্গাপুরে গান গাইবেন রুনা লায়লা

সিঙ্গাপুরে গান গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ১৪২২ উপলক্ষে সিঙ্গাপুরের ‘বাংলা ইউনিভার্সাল সোসাইটি’ আয়োজিত ৪ দিনব্যাপী দুর্গাপূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা।

সিঙ্গাপুরের ৬/এ, বিটি রোডে ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ তারিখে গান গাইবেন কন্ঠশিল্পী রুনা লায়লা। শারদীয় পূজায় প্রবাসীদেরকে গান গেয়ে শোনাবেন উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা।

এ প্রসঙ্গে রুনা বলেন, 'অনেক বছর পর সিঙ্গাপুরে যাচ্ছি। পূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের একটি নামও রাখা হয়েছে। এর নাম দেয়া হয়েছে গীতি আলেখ্য 'রূপসী বাংলা ও আমাদের পুজো'। আয়োজকদের ভাবনাটা আমার কাছে চমৎকার লেগেছে। রূপসী বাংলা আর পুজোর সম্মিলন এতে থাকছে। প্রবাসে থেকেও তারা রূপসী বাংলাকে মনে ধারণ করছেন ভেবে আমার খুব ভালো লেগেছে। তাই এ আয়োজনে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ পেয়ে আমি দারুণ খুশি হয়েছি।'

তিনি আরো বলেন, 'আগামী ২০ অক্টোবর আমি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেব। অতঃপর ২৩ অথবা ২৪ অক্টোবর ঢাকায় ফিরে আসব।' জানা গেছে, দুর্গোৎসবের আয়োজন করেছে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটি। আগামী ২০ অক্টোবর থেকে এ উৎসব শুরু হবে।

এছাড়াও সংগীত পরিবেশন করবেন সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটির স্থানীয় শিল্পীবৃন্দ। ২২ তারিখে গান গাইবেন কন্ঠশিল্পী রুনা লায়লা এর আগে ২০ ও ২২শে অক্টোবর দুই দিন সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী বৃষ্টি এবং চ্যানেল আই সেরা কন্ঠ বারো এর শিল্পী বৃষ্টি মুৎসুদ্দি।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে