বিনোদন ডেস্ক : কৃষি সঙ্কটে কৃষকদের পাশে এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে চান ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। গত বছরই নজিরবিহীন খরা, কৃষি সংকটের জেরে বিপুল পরিমান লোকসান হওয়ায় ১০০-রও বেশি কৃষক আত্মহননের পথ বেঁছে নিয়েছিলেন। তাই দেবেন্দ্র জানিয়েছেন, কৃষকদের সাহায্যের জন্য এবং তাদের পাশে দাঁড়াতে এই পদক্ষেপে দীপিকাকে চান তিনি।
দীপিকার ফাউন্ডেশন 'লাইভ লভ লাফ'-এর একটি অনুষ্ঠানে দেবেন্দ্র জানিয়েছেন একথা। প্রসঙ্গত, এই ফাউন্ডেশনটি মানসিকভাবে সুস্থ থাকতে উতসাহ দেয়। ফড়নবীশ ওই অনুষ্ঠানে বলেছেন, এখন সবার মুখেই শোনা যায় মানসিক চাপ-এর কথা। কিন্তু কীভাবে এর থেকে বেড়োনো সম্ভব সেসম্পর্কে কোনও ধারণা নেই সাধারণ মানুষের। তার মতে, চাপ ভাগ করে নিলে এর থেকে কিছুটা হলেও বেরিয়ে আসা সম্ভব।
তিনি জানিয়েছেন, দুটি এলাকায় সমীক্ষা করে দেখা গিয়েছে সেখানকার ৪০ শতাংশ কৃষক মানসিক চাপের শিকার। তাঁরা চায় বিপদে কেউ তাঁদের পাশে থাকুক। তাঁদের আশ্বস্ত করুক। তাই এই মিশনে দীপিকাকে পাশে চেয়েছেন দেবেন্দ্র।
উল্লেখ্য, এর আগে নানা পটেকরের এবং অক্ষয় কুমার কৃষকদের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি