মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০১:১৯:৫৭

বাবাকে গান গেয়ে শোনাল ওয়ারিশা

বাবাকে গান গেয়ে শোনাল ওয়ারিশা

বিনোদন ডেস্ক:   শিশুদের মধ্যেই সুপ্ত থাকে আগামী। সেই আগামীকে মনোরম করে সৃজন করার দায়িত্ব বর্তায় মূলত পরিবার তথা বাবা-মায়ের উপরেই। পারিবার থেকেই শিশুর মধ্যে বুনন ঘটে শিক্ষা দীক্ষা, সংস্কৃতি ও বোধ। তাই একটি শিশুর বেড়ে উঠার প্রতিটি ধাপে প্রয়োজন বাবা মায়ের দিক নির্দেশনা।

ক্ষয়িষ্ণু বর্তমানকে ধনাত্মক বিষয়াদির মিশেলে নিজ সন্তানের কাছে উপস্থাপন করলেই সন্তান হয়ে ওঠে মানুষের মতো মানুষ। বড় হয়ে তখন উক্ত শিশুকে পৃথিবী তার নিজ প্রয়োজনেই কাঁধে তুলে নেয়। শিল্পী অহয়ে সবাই জন্মে না। আবার শিল্পীর ঘরে জন্মালেই যে শিল্পের স্নিগ্ধতায় কেউ সিক্ত হবে- তারও নিশ্চয়তা নেই। তবে কখনো কখনো শিল্পীর ঔরসে জন্ম নেয় শিল্পী। তখন সেটি সমাজের কাছে এক প্রকার সোনায় সোহাগার মতোই উপরি পাওনা বটে।

যেমন ধরুন আদনান পরিবারের কথা। আদনান ফারুক হিল্লোল, অভিনয় নৈপুণ্যে দর্শক চিত্তে তার সদা আনাগোনা। নিজ সুপ্ত প্রতিভার শেকড় বাকড় মেলে তিনি জনপ্রিয় হয়ে আছেন বিনোদন আমোদীদের চৈতন্যে। তার গুণ ব্যাপিত হয়ে ছড়িয়ে পড়েছে তার আদুরে কন্যা ওয়ারিশা আদনানের স্নিগ্ধ মনে।

এইটুকুন বয়সেই নিজ কণ্ঠে রপ্ত করে নিয়েছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে। যানজটে ক্লান্ত হয়ে পড়া ঢাকার রাস্তায় বাবার অনুরোধে বাবাকে শুনিয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কী বা মৃদু বায়... ভিডিওটি দেখুন এখানে:

আদনান ফারুক হিল্লোল জানিয়েছেন- ওয়ারিশার বয়স আট পেরিয়ে সবে নয়-এ পড়েছে। বাসায় গানের শিক্ষক আসেন। তিনিই গানের তালিম দেন ওয়ারিশাকে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে