বিনোদন ডেস্ক: প্রতি দুই বছর পরপর হয়ে আসা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদে (২০১৭-১৯) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু তার পক্ষ থেকে ৩ জুলাই শিল্পী সমিতির সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি তার দায়িত্ব পালন করা সম্ভব নয় উল্লেখ করে কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এক্ষেত্রে শিল্পী সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হলেও তিনি তার আগের অবস্থানে ফিরে যাননি। তাই তার জায়গায় এবার থাকছে অভিনেত্রী নিপুণ।
গতকাল রাতে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন,‘ মৌসুমী আপা কার্যনির্বাহী সদস্য হিসেবে এবারের নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ৩ জুলাই তিনি একটি চিঠিতে জানান, তার পক্ষে এ পদে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘এরপর তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তিনি আর সমিতির কোনো পদের দায়িত্ব পালন করবেন না বলে জানিয়ে দেন। তাই তার জায়গায় আমরা সমিতির সবার মতামত নিয়ে অভিনেত্রী নিপুণকে স্থলাভিষিক্ত করা হবে। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৯) মেয়াদে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তবে এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস