আলোচিত সেই জিয়া আত্মহত্যাই করেছিলেন
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুকে কেন্দ্র করে এ পর্যন্ত জলঘোলা কম হয়নি। এ নিয়ে নানা গুঞ্জণ ছিলো চলমান। তবে সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে এবার। দাবী করা হচ্ছে জিয়া খান আত্মহত্যাই করেছে।
এ বিষয়ে তদন্তের চার্জশিট আদালতে পেশ করেছেন ভারতের তদন্ত বিভাগ সিবিআই। চার্জশিটে জানানো হয়েছে, আত্মহত্যাই করেছিলেন অভিনেত্রী জিয়া খান।
গত বুধবার সকল তদন্ত শেষে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই কর্মকর্তা বলেন, ‘ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ বোর্ড পোস্ট মর্টেম ডাক্তারের সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, জিয়া খানের মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’।
ফরেনসিক বিভাগ জিয়া খান যে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন সেটি সম্পর্কে সিবিআই বলেন, ‘পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তার মানসিক অবস্থা খুব খারাপ ছিল। সে কারণেই আত্মহত্যা করেছেন তিনি।’
এর আগে জিয়া খানের মৃত্যুর পেছনে অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং জেরিন ওয়াহাব দম্পতির ছেলে সুরাজ পাঞ্চোলির যোগসাজস রয়েছে বলে জানিয়েছিলেন জিয়ার মা রাবেয়া। এরপর ভারতীয় পেনাল কোড ৩০৬ ধারায় সুরাজ পাঞ্চোলির বিরুদ্ধে মামলা হয়। এখন সেই মামলা থেকেও সুরাজ পাঞ্চোলিকে মুক্তি দেওয়া হয়েছে।
সুরাজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সিবিআই বলেন, ‘জিয়া খান মৃত্যুর আগে যে নোটটি লিখে গিয়েছিলেন তাতে বর্ণনা রয়েছে, সুরাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, শারীরীক এবং মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।’
এদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সি জিয়া মৃত্যুর আগে চার সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। আত্মহত্যার আগে তিনি গর্ভপাত করিয়েছিলেন।
১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�