শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০৪:৪১:৫১

লকডাউনের সময় হাফপ্যান্ট পরে বাইরে কেন? রাস্তার কুকুরদের খাওয়াতে গিয়ে ধ'মক খেলেন শ্রীলেখা!

লকডাউনের সময় হাফপ্যান্ট পরে বাইরে কেন? রাস্তার কুকুরদের খাওয়াতে গিয়ে ধ'মক খেলেন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক : করোনার ত্রা'সে বিশ্ব যখন আ'ত'ঙ্কিত, ঠিক তখনই কলকাতার বরিষার মতিলাল গুপ্ত রোডের এক আবাসনে কিছু বাসিন্দার কুরু'চিকর মন্তব্যের স্বী'কার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ওই আবাসনেই থাকেন। লকডাউনের সময় এমনিতেই মানুষের ভাঁড়ারে টান পড়েছে। রেস্তোরাঁ বন্ধ। খোলা নেই রাস্তার হোটেল। রাস্তার কুকুরেরা খাবে কী?

''আমি ২৩টি কুকুরের খাওয়ার দায়িত্ব নিয়েছি। নিজে নুডলস খাচ্ছি। ব্রেকফাস্ট স্কিপ করছি। ভাবছি, এই ভাল ডায়েট হয়ে যাচ্ছে ওদের জন্য। আমি তো কারোর কোনও ক্ষ'তি করিনি। তা হলে এখানকার বাসিন্দারা সরাসরি আমায় আ'ক্র'মণ করছেন কেন?'' ক্ষো'ভে ফেটে পড়লেন শ্রীলেখা।

ওই আবাসনের ফেসিলিটি ম্যানেজার সঞ্জয় নস্কর বললেন, ''আমি এখন আবাসনে যেতে পারছি না। তবে নিরা'পত্তার'ক্ষীদের কাছ থেকে শুনেছি, গতকাল শ্রীলেখা ম্যাডাম রাস্তার কুকুরদের আবাসনের মধ্যে ঢুকিয়ে খাবার খেতে দেন। ওখানকার বাসিন্দারা রাস্তার কুকুরকে আবাসনে ঢুকিয়ে জীবা'ণু বাড়ার আশ'ঙ্কায় ম্যাডামের এই কাজের বিরো'ধিতা করেন।''

গত বছরের সেপ্টেম্বর থেকেই রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে ওই আবাসনের বাসিন্দাদের সঙ্গে শ্রীলেখার নানা রকম ঝামে'লা চলছিল। ''প্রথম দিকে এখানকার বাসিন্দারা ভেবেছিলেন, এই কুকুরদের খাওয়ানো বুঝি হিরোইন সুলভ ন্যাকা'মি! বেশ কিছু দিন আমার ওপর গোয়ে'ন্দাগিরি করে দেখেন, বিষয়টা তা নয়। তখন তারা আমার পোশাক নিয়ে আ'ক্রমণ করলেন। হাফ প্যান্ট পরে আমি কেন কুকুরদের খাওয়াব? আ'শ্চ'র্য!'' বি'স্মিত শ্রীলেখা!

যে ধরনের মন্তব্য, টেক্সট মেসেজ ইদানীং শ্রীলেখার কাছে আসছে তাতে তিনি বিধ্ব'স্ত, ক্লান্ত। তার বিশ্বাস, তিনি মেয়ে, তায় একা ফ্ল্যাটে থাকেন, তাই তাকে আ'ক্রমণ করা অনেক সহজ। আর সেটাই হচ্ছে। বৃহস্পতিবার রাতে অ'পমানিত শ্রীলেখা ফেসবুক লাইভ করে বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে যদিও তিনি ওই লাইভটি ডিলিট করে দেন।

লকডাউনের সময় রাস্তার কুকুরেরা খাবে কী? তাদের কে খেতে দেবে? এই ভাবনা থেকেই কুকুরদের খাওয়ার ব্যাপারে উদ্যোগী হন শ্রীলেখা। কিন্তু, তাদের খেতে দেওয়ার জন্য যে তাকে পোশাক থেকে স্বভাব, এত কিছু নিয়ে আ'ক্রমণের মুখো'মুখি হতে হবে এটা মেনে নিতে পারছেন না শ্রীলেখা। ''প্রচুর টাকা দিয়ে মানুষ আবাসনে আসছেন। দরজা ব'ন্ধ করে শুধু নিজেরটুকু ভাবছেন। এই আত'ঙ্কের দিনেও মানুষের মূল্যবোধ কাজ করছে না। আমি কারও পরোয়া না করে সোজা কথা বলি। তাই সমস্যা!'' সাফ কথা শ্রীলেখার। তিনি এ বার থানায় যাওয়ার কথা ভাবছেন। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে