শনিবার, ২৮ মার্চ, ২০২০, ০৬:২৪:২৪

অসচ্ছল ও স্বল্প আয়ের মানুষদের ৫ দিনের খাবার দিলেন অপু বিশ্বাস

অসচ্ছল ও স্বল্প আয়ের মানুষদের ৫ দিনের খাবার দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্রমণে গোটা বিশ্ব নাজেহাল। এর প্রভা'ব পড়েছে বাংলাদেশের দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের ওপর। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে স্বল্প আয়ের মানুষদের পাশে। এই দুঃসময়ে অসচ্ছল মানুষদের সহায়তা করতে শুক্রবার নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজধানীর বসুন্ধরা এলাকায় রিকশাচালকসহ স্বল্প আয়ের মানুষদের হাতে ব্যক্তি উদ্যোগে পণ্য তুলে দেন তিনি।

অপু জানান, তার উদ্যোগে একশো মানুষকে দেয়া হয়েছে নিত্যেপ্রয়োজনীয় দ্রব্যাদির প্যাকেট। এক ভিডিওবার্তায় অপু বলেন, পুরো বিশ্বের মতো বাংলাদেশও ক'ঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যার যার জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরো'ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমি একশো মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিয়েছি। কারণ তাদের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে।

অপু বিশ্বাস বলেন, করোনা প্রতিরো'ধে আমরা সবাই কাজ করছি। কিন্তু করোনার পাশাপাশি এখন ক্ষু'ধা নিবারণ করা প্রয়োজন। সরকার এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি, এখন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। শুধু ফেসবুকে পোস্ট দিলে হয়তো মানুষ কিছুটা সচেতন হবেন কিন্তু এই মানুষগুলোর ক্ষু'ধা নিবারণ হবে না।

শুধু অপু বিশ্বাস নয়, দেশের এই দুঃসময়ে অন্যান্য অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনের মানুষেরাও ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে অসচ্ছলদের পাশে দাঁড়াচ্ছেন। এরইমধ্যে শুক্রবার (২৭ মার্চ) নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও শিল্পী সমিতির উদ্যোগে চলচ্চিত্রের অসচ্ছল ২৩০ জন শিল্পীকে দেয়া হয়েছে নিত্যপ্রয়োজীয় সামগ্রির প্যাকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে