রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৯:৩৪:২০

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেল ছেড়ে দিলেন অভিনেতা সোনু সুদ!

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেল ছেড়ে দিলেন অভিনেতা সোনু সুদ!

বিনোদন থেকে : করোনা মো'কাবিলায় একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলিব্রিটিরা। এবার বলিউড অভিনেতা সোনু সুদ তার হোটেলটি ব্যবহার করতে দিলেন চিকিৎসকদের। যারা করোনা মো'কাবিলায় দিন–রাত এক করে কাজ করে চলেছেন। '‌হ্যাপি নিউ ইয়ার'‌ খ্যাত অভিনেতার মুম্বাইয়ের জুহুতে একটি হোটেল রয়েছে। 

সোনু বলেছেন, ''‌এই ক'ঠিন সময়ে চিকিৎসকরা দিন–রাত এক করে কাজ করে চলেছেন। তাদের সাহায্যে আমাদের এগিয়ে আসা উচিত। আমার জুহুর হোটেলে চিকিৎসকরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। এটুকু চিকিৎসকদের জন্য তো করা উচিত। এই ক'ঠিন সময়ে তারা আমাদের সেবা করে চলেছেন। এটুকু সাহায্য আমরা তো করতেই পারি।''

সোনু আরও বলেছেন, '‌এই কঠিন সময়ে চিকিৎসক, নার্স, প্যারা মেডিকেল স্টাফদের জন্য আমার হোটেলের দরজা খোলা রয়েছে। এই সময়ে স্বাস্থ্যকর্মীরাই দেশের আসল হিরো।'' গত সপ্তাহেই শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান তাদের একটি চারতলা অফিস কোয়ারেন্টিন সেন্টার বানানোর জন্য সিটি কর্পোরেশনকে ছেড়ে দিয়েছেন। এছাড়া বলিউড অভিনেতা–অভিনেত্রীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যথাসাধ্য সাহায্য করেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে