বিনোদন ডেস্ক : বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে বলিউড গায়ক ও র্যাপার বাদশা। কিন্তু বিবাহিত জীবনে একেবারেই ভালো নেই এই তারকা। গুঞ্জন উঠেছে, তাঁর স্ত্রী জেসমিন অনেক দিন ধরেই আলাদা থাকছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, বাদশা ও তার স্ত্রীর মনোমালিন্য চলছে। তার জের ধরে লকডাউনের পুরো সময়টায় পাঞ্জাবে ছিলেন বাদশার স্ত্রী।
এ বিষয়ে বাদশার মন্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করেছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। কিন্তু কোনো মন্তব্য দেননি এই র্যাপার। ব্যক্তিগত বিষয়ে অবশ্য তিনি বরাবরই চুপ থাকতে পছন্দ করেন। 'কুল ইকুয়েল' নামে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন তিনি। পরে নাম বদলে রাখেন 'বাদশা'। ২০০৬-এ হানি সিংয়ের পাশাপাশি কাজ করতে থাকেন। বর্তমানে বলিউডের 'ক্রেজ'-এ পরিণত হয়েছেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, দেশি মার্টিনি।