সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০, ১২:৪২:২৮

'তোমাকে কিছু বলবার জন্য থামলেই রাজ্যের স্মৃতি কথা ভীড় করে'

'তোমাকে কিছু বলবার জন্য থামলেই রাজ্যের স্মৃতি কথা ভীড় করে'

শাহনাজ খুশি : শুভ জন্মদিন বৃন্দাবন। তোমাকে কিছু বলবার জন্য থামলেই রাজ্যের স্মৃতি কথা ভীড় করে,কিছু বলায় হয় না যে।তোমার সাথ ধরেছিলাম বলেই, সব নিঃস্বতার সাজা হয়েছিল।অমাবস্যার এত ঘনঘটা ছিল যে,কবে পূর্নিমা চলে যেতো আমরা জানতাম না। অথচ হাত ধরে পূর্নিমা দেখবো বলেই সাথ ধরেছিলাম। আপন জনদের নিষ্ঠুরতা দেখতে দেখতে নিজেদের উচ্ছ্বলতা ভুলে গিয়েছিলাম আমরা,মনে আছে তোমার! ছেলেমানুষীর কোন সময় ছিল না।

দীর্ঘদিন আমাদের চর্তুরমুখী যুদ্ধকাল গেছে।অনেক অনেক কষ্টের গল্প ছিল রোজকার। আমরা অনেক বছর উৎসব-পালা-পার্বনে কোন নতুন কাপড় চোপড় কিনতে পারতাম না। আমরা যে বাসায় থাকতাম,সে বাসায় সব পরিবারই কিছু কিনলে সবাইকে ডেকে দেখাতো,আনন্দ ভাগ করবার জন্য। উৎসব হলে তো কথায় নাই। আমাদের নিত্যকার জীবন যাপনের পর, উৎসব পালন করবার বাড়তি টাকা তখন থাকতো না। তাই কিছু কেনারও প্রশ্ন আসে না।

এ অপারগতা নিয়ে আমাদের কোন খারাপ লাগা ছিল না, কিন্তু সমস্যা হল প্রতিবেশীরা। মনে আছে, সে ঈদের সময়, প্রায় সাতদিন আমরা স্বেচ্ছা গৃহবন্দী ছিলাম, সন্ধ্যায় সারা বাসার লাইট নিভিয়ে, শুধু শোবার ঘরের অল্প আলোটা অন রাখতাম। ঈদের ২/৩দিন পার হলে বাসায় স্বাভাবিক নিয়মে এসেছিলাম। প্রতিবেশীদের প্রশ্নের জবাবে বলেছিলাম, আমরা হঠাৎ ঢাকার বাইরে চলে গিয়েছিলাম। কয়েক দিন বাসায় ছিলাম না।

নিষ্ঠুরতা/আত্মীয়দের বৈরীতা, কত প্রকার, এবং কি কি সব দু'হাতে কুড়াতে কুড়াতে আমরা প্রায় জীবনের দ্বী-প্রহরে দাঁড়িয়েছি। দর্শক হয়তো আজও জানে না, সার্ভিস হোল্ডার নাটকের ঐ সংলাপটা ছিল আমাদের জীবনের নিজেস্ব কথা, "তখন অল্প বয়স ছিল, কিছু মনে করি নেই কিন্তু এখন সে সব কষ্টের কথা মনে হলি, দম বন্ধ হয়ে আসে, আজ আমার এত কষ্টের ভাত........"!

যে ভালবাসার জন্য জীবনে এত চড়া মুল্য দিতে হল,সেই 'ভালবাসি'কথাটাই কোনদিন বলা হয়নি তোমাকে।তবে এই দীর্ঘ দুই যুগ ধরে প্রতিবার চুল কাটার সময় সেলুনে যেয়ে দাঁডিয়ে থেকে,চুল কাটার নির্দেশনা দিতে আমার একবারও ভুল হয়নি/লজ্জা হয়নি/ভয় করেনি।কোনদিন মনে হয়নি সেলুনের লোকেরা কি ভাববে! এটাকে ভালবাসা বলে কিনা আমি জানিনা, যদি না বলে, তাহলে এ জনমে আর তোমাকে ভালবাসি কথাটা আমার আর বলা হল না..............!

যে মানুষ, একটা লাল চায়ে একটা টোস্ট বিস্কুট পেলেই খুশি হয়ে যায়, দেশের গানে অঝোরে কেঁদে ফেলে, শরীরের সুস্থতা ছাড়া কোন ভবিষ্যত চিন্তা করে না, কখনো কারো অমঙ্গল চিন্তা করে না, তার অনেক অনেক কাল বেঁচে থাকে উচিত। তোমার শতায়ু হোক। তুমি নাই, কিন্তু তোমার জন্ম তারিখ আছে, এমন দিন যেন আমার দেখতে না। শুভ জন্মদিন... (নাট্যকার ও নির্মাতা বৃন্দাবন দাসের জন্মদিনে স্ত্রী শাহনাজ খুশির ফেসবুক পোস্ট)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে