বিনোদন ডেস্ক : আমির খানের দ্বিতীয় সংসার ভেঙে গেছে ২০২১ সালে। গত জুলাইয়ে কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের সংসারজীবনের ইতি টেনেছেন তিনি। বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার আমির খান। এই অভিনেতার দাবি, কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের কারণে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি।
রীনার সঙ্গে যখন তার বিচ্ছেদ হয়, তখন বিশেষ কেউ তার জীবনে ছিল না। আমির বলেন, 'অনেক পরে কিরণের সঙ্গে তার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে আরো পরে।' তবে কি নতুন সম্পর্কের কারণে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে?
এ প্রশ্নের জবাবে আমির খান বলেন, সে সময়ও কেউ ছিল না, এখনো কেউ নেই। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতি দিয়ে ১৫ বছরের সংসারজীবনের ইতি টানেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও দম্পতি। অভিনেতা জানান, তার বিরুদ্ধে সাবেক স্ত্রী কিরণের অভিযোগ ছিল, তিনি নাকি তার পরিবারের কোনো বিষয় নিয়ে তেমন আগ্রহ দেখাতেন না।
আমির খান বলেন, ‘কিরণ বলত, পরিবার নিয়ে আলোচনার সময় আমার মন নাকি অন্য কোথাও পড়ে থাকত। সে মিষ্টি করে বলত, আমি তোমাকে বদলাতে চাই না। বদলে গেলে তো তুমি অন্য আরেকটা মানুষ হয়ে উঠবে। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা তো আর থাকবে না। তোমার বুদ্ধি এবং ব্যক্তিত্বকে আমি অনেক ভালোবাসি। সে জন্য চাই না তুমি কখনো বদলে যাও।’