রবিবার, ০১ মে, ২০২২, ০৫:০৮:২৪

মন্টু পাইলট ২: মিথিলাকে কেন্দ্র করেই ঘনীভূত হয়েছে যাবতীয় রহস্য

মন্টু পাইলট ২: মিথিলাকে কেন্দ্র করেই ঘনীভূত হয়েছে যাবতীয় রহস্য

বিনোদন ডেস্ক : আর দালাল নয়, এবার নীলকুঠির রাজা হয়ে ফিরে এসেছে 'মন্টু পাইলট'। ব্যবসার জন্য নিয়ে এসেছে 'নতুন মেয়ে'। কী মতলব তার? কী চায় এই বিবিজান, ডাক্তারের কাছে? এই প্রশ্ন এবং তার উত্তর নিয়েই তৈরি দেবালয় ভট্টাচার্য পরিচালিত সিরিজের নতুন এপিসোডগুলো। 

সিরিজের প্রথম মরশুমে ছিল ৯ টি এপিসোড। সেখানে মন্টুর ভূমিকায় অভিনয় করেন সৌরভ দাস। আর তার বিপরীতে ভ্রমর হিসfবে দেখা যায় শোলাঙ্কি রায়কে। এবার নতুন চরিত্র বহ্নি হিসাবে রয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলা। ১০ এপিসোডে গল্পের যাবতীয় রহস্য ঘনীভূত হয়েছে তাকে কেন্দ্র করেই।

আগের মরশুমের কাহিনির রেশ ধরেই নতুন এপিসোডের গল্প এগিয়েছে। বহ্নি আসলে ডাক্তারের (সুব্রত দত্ত) মেয়ে। তাকেই জোর করে নীলকুঠিতে নিয়ে আসে মন্টু। কেন এই কাজ সে করে, সে রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয়। সৌরভ দাস, চান্দ্রেয়ী ঘোষ (বিবি জান), কাঞ্চন মল্লিক (তৌফিক), সুব্রত দত্ত (ডাক্তার) বেশ ভাল অভিনেতা।

তবে মাঝমধ্যেই যেন কাহিনির জটিলতা হারিয়ে গিয়েছেন। মিথিলা যথাসাধ্য চেষ্টা করেছেন। সরমার ভূমিকায় অলিভিয়ার অভিনয় নজর কাড়ে। অতীতের ভিতেই বর্তমানের কাহিনি গড়ে তুলেছেন দেবালয়। শেষে টুইস্ট থাকলে সমস্ত কিছুই যেন আগোছালো। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে