বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ০৪:৫৯:১৪

ভারতে হিন্দুরা আচমকা জেগে উঠেছে: মুকেশ খান্না

ভারতে হিন্দুরা আচমকা জেগে উঠেছে: মুকেশ খান্না

বিনোদন ডেস্ক: 'লাল সিং চাড্ডা' নিয়ে বিতর্কের শেষ নেই। মুক্তির আগে থেকেই বয়কটের ডাক দেওয়া হয় আমির খান অভিনীত ছবিটিকে। তারই প্রভাব স্পষ্ট বক্স অফিসের ব্যবসায়। এ বার পাশে দাঁড়ালেন বলিউডের 'শক্তিমান' মুকেশ খান্না।

বলিউডে ছবি বয়কটের ধুম দেখে ব্যথিত মুকেশ। তার কথায়, 'আমার মনে হয় ভারতে হিন্দুরা আচমকা জেগে উঠেছে। আমার মনে হয়, আমিরের সেই বিতর্কিত মন্তব্যের পরে 'দঙ্গল' মুক্তি পেয়েছিল। কিন্তু সেই ছবিটি হিট হয়। ভালো ব্যবসাও করেছিল।'

মুকেশের অভিযোগ, ছবি না দেখেই শুধু মাত্র আমিরের অতীতের একটি মন্তব্যের উপর ভিত্তি করে 'লাল সিং চাড্ডা'কে বয়কটের ডাক দিচ্ছেন অনেকে। তিনি বললেন, 'ছবিকে নয়, ছবিতে থাকা ব্যক্তিত্বকে নিয়ে কথা হচ্ছে বেশি। আমি চাই, ছবিটি চলুক। কোনও প্রযোজকের ক্ষতিই কাম্য নয়।'

বিতর্কের উপর ভর করে ছবি চলতে পারে না। এমনটাই মনে করছেন মুকেশ। তার বক্তব্য, নির্দিষ্ট একটি ধর্মকে আ'ঘা'ত করার প্রবৃত্তি ত্যাগ করতে হবে নির্মাতাদের। তা হলেই আসতে পারে সাফল্য।

প্রায় ১৮০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি ছবিটি থেকে মুখ ফিরিয়েছে দর্শক। বক্স অফিসের হিসাব-নিকাশ তেমনই বলছে। প্রথম পাঁচ দিনে ছবির আয় ছিল মাত্র ৪৫.৮৩ কোটি টাকা। ষষ্ঠ দিনে এসেছে মাত্র ২ কোটি। আদৌ ১০০ কোটির ঘরে যাবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে