বিনোদন ডেস্ক: জাহ্নবী কাপুর এবং সারা আলি খান দুইজনে খুব ভালো বন্ধু। একসঙ্গে ছুটি কাটাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, পার্টিও করছেন। এবার একসঙ্গে সিলভার স্ক্রিনে দেখা যেতে চলেছে দুই অভিনেত্রীকে! অবশেষে একসঙ্গে জাহ্নবী-সারার ইঙ্গিতপূর্ণ পোস্ট।
শুক্রবার জাহ্নবীর সঙ্গে একটি ছবি আপলোড করেছেন সারা। ক্যাপশনে একসঙ্গে কাজের ইঙ্গিত দিয়েছেন সাইফ কন্যা। তিনি লেখেন, "গরম গরম কফি তৈরির পর, অবশেষে সহ-অভিনেতা হিসাবে কাজ করলাম আমরা। আমাদের একসঙ্গে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন!"
মাত্র তিন ঘণ্টায় ওই পোস্টে প্রায় ছ' লাখ লাভ রিঅ্যাকশন পেয়েছেন সারা আলি খান। তার কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সারার পোস্ট করা ছবিতে দুই অভিনেত্রীর অভিব্যক্তি দেখে মনে হচ্ছে, সামনে ভয়ের কিছু দেখেছেন তারা।
এদিকে জাহ্নবী কাপুর আরও একটি ছবি আপলোড করেছেন। ওই ছবিতে সারা এবং জাহ্নবী ভয় মিশ্রিত হাসি হাসছেন। ওই পোস্টেও লাভ রিঅ্যাকশনের সংখ্যা চার লাখ পেরিয়ে গিয়েছে। একইভাবে জাহ্নবীর অনুরাগীরাও বেশ খুশি। আর সেই কারণেই কমেন্ট বক্সে লাভ ইমোজি এঁকে দিয়েছেন তারা।